ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুকুরে ডুবে দেড় বছর বয়সী শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৪:০৬ পিএম, ২৩ জুন ২০২২

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুরে পুকুরের পানিতে ডুবে সাজিদ মন্ডল নামের দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

শিশু সাজিদ ইউনিয়নের বেরুলী গ্রামের মো. শাকিল মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটি বাড়িতে খেলা করছিল। হঠাৎ সে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের কাছে চলে যায়। এক পর্যায়ে পুকুরে পড়ে গিয়ে শিশুটি মারা যায়। দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে শিশুটিকে পুুকুরে ভেসে থাকতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এসআর/জিকেএস