নেত্রকোনায় বন্যার পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
নেত্রকোনার কলমাকান্দা ও কেন্দুয়ায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে থেকে রাত ১০টার মধ্যে পৃথক দুটি ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো- কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের গুতুরা গ্রামের সিএনজিচালিত অটোরিকশাচালক আশিক মিয়ার ছেলে মোহাম্মদ আলী (১৪ মাস) ও কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামের আব্দুল আহাদ আলীর ছেলে নাবিল মিয়া (২)
স্থানীয় সূত্রে জানা যায়, বন্যার পানিতে প্লাবিত কলমাকান্দার নিম্নাঞ্চল। শিশু আলীর বাড়ির উঠানেও হাঁটুসমান বন্যার পানি। তার বাবা আশিক মিয়া অটোরিকশা চালাতে সকালে বের হয়ে যান। মা সমলা আক্তার রান্নার কাজে ব্যস্ত সময় পার করছিলেন। সন্ধ্যার দিকে ঘরের বারান্দায় খেলছিল আলী। কিন্তু কিছু সময় তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে বাড়ির উঠানে বন্যার পানিতে শিশুটির চাচি মুক্তা আক্তারের পায়ে লাগে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. লুৎফর রহমান জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
কলমাকান্দা থানা পরিদর্শক (তদন্ত) খোকন কুমার দাস জাগো নিউজকে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
এদিকে কেন্দুয়ায় শিশু নাবিল মিয়া সবার অগোচরে বৃহস্পতিবার রাতে বাড়ির উঠোনে বন্যার পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উঠানে ভাসতে দেখেন স্বজনরা।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এইচ এম কামাল/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেওয়া হলো স্মৃতিসৌধ
- ২ আড়াই মাস আগে ফেলে যাওয়া ভারতীয় ট্রাকে মিললো কোটি টাকার অবৈধ পণ্য
- ৩ পিরোজপুরে শাপলা পাতা মাছ বিক্রির অভিযোগে তিনজনকে জরিমানা
- ৪ মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মনিরুল হক
- ৫ মাদকের টাকা না পেয়ে বাগবিতণ্ডা, বাবার ছুরিকাঘাতে প্রাণ গেলো ছেলের