ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ২৫ জুন ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৪ জুন) রাতে চৌমুহনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বায়তুল নুর গ্লোব ফ্যাক্টরি জামে মসজিদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার মধ্যম নাজিরপুরের কামাল হোসেনের ছেলে জোবায়ের হোসেন বিপ্লব (২০), আলী আহাম্মদের ছেলে আলী হোসেন রিংকু (২৮), কামাল হোসেনের ছেলেমো. শামীম (১৮) ও আলীপুরের তাজুল ইসলামের ছেলে মো. আসিফ (১৮)।

এসময় তাদের কাছ থেকে দুটি ধারালো রামদ, দুটি ছোরা, একটি ধামা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম অস্ত্রসহ গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতাররা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জাগো নিউজকে বলেন, আসামিদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এমএস