ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিপৎসীমার নিচে টাঙ্গাইলের সব নদ-নদীর পানি

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৬ জুন ২০২২

বিপৎসীমার নিচে এখন টাঙ্গাইলের সব নদ-নদীর পানি। এক সপ্তাহের ব্যবধানে যমুনাসহ সব নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ফলে যমুনা নদীসহ শাখা নদীগুলোর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ৩০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ২৮ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে ও ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ২৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

jagonews24

রোববার (২৬ জুন) টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার সকাল থেকে যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েন্টে ৩০ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ২৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস