ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১৬ বছর প্রবাসে থেকে লাশ হয়ে ফিরছেন আমির খসরু

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২৭ জুন ২০২২

দক্ষিণ আফ্রিকা প্রবাসী মো. আমির খসরু (৪৩)। তার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ ঘাটলা গ্রামে। টানা ১৬ বছর কাটিয়েছেন প্রবাস জীবন। এর মধ্যে একবারও বাড়ি আসেননি তিনি।

চলতি বছরের ১৪ জুলাই দেশে আসতে কেটেছিলেন উড়োজাহাজরে টিকিট। আসবেনও তবে উড়োজাহাজের সিটে নয় কফিনে। কারণ, শনিবার (২৫ জুন) স্থানীয় সময় রাত ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইস্টার্ন কেপের কুইন্স টাউনে ঘুমের মধ্যে মারা যান আমির খসরু।

আমির খসরু দক্ষিণ ঘাটলা গ্রামের লতিফ মিস্ত্রির বাড়ির আবদুস সোবহানের বড় ছেলে। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। আবদুস সোবহান বলেন, ‘আমার তিন ছেলে দুই মেয়ের মধ্যে আমির খসরু সবার বড়। অভাব-অনটনের সংসারের হাল ধরতে ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা যান। সংসারের কথা চিন্তা করে ছেলেটা ১৬ বছর দেশে আসেনি, বিয়েও করেনি।’

তিনি আরও বলেন, ‘অনেক বলার পর ১৪ জুলাই দেশে আসার জন্য বিমানের টিকিট করে বাড়িতে ফোন দিয়েছে। তার জন্য পাত্রী দেখা হচ্ছে। দেশে আসলে বিয়ে করানোর কথা ছিল। কিন্তু রোববার (২৬ জুন) সকালে তার সঙ্গে থাকা একজন ফোন করে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যাওয়ার সংবাদ দেয়।’

কাদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘আমির খসরু আমার স্কুল জীবনের বন্ধু। মাঝে মধ্যে বিদেশ থেকে ফোন দিয়ে খোঁজখবর নিতো। ১৪ জুলাই দেশে আসবে বলেছিল। তার সঙ্গে আর জীবিত দেখা হলো না। বিষয়টি ভাবতে অনেক কষ্ট লাগছে। তার মরদেহ আনতে আলোচনা চলছে।’

ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম