মাদার নদীতে মাছ ধরতে নেমে জেলে নিখোঁজ
ফাইল ছবি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন মাদার নদীতে মাছ ধরতে নেমে কেরামত গাজী (৪০) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন।
নিঁখোজ কেরামত গাজী (৪০) উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী মৃত মুনছুর গাজীর ছেলে।
মঙ্গলবার (২৮ জুন) সকাল ৭টার দিকে স্ত্রীকে নিয়ে মাদার নদীতে বরশি দিয়ে মাছ ধরতে যান কেরামত। নদীতে বড়শি ফেলার পর সেটি নদীর তলে কিছু একটার সঙ্গে আটকে যায়। সেই বড়শি ছাড়াতে নদীতে ডুব দেন তিনি। এরপর আর উঠেনি। স্থানীয় জেলেরা নদীতে অনেক খোঁজ করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
কৈখালী ইউপি চেয়াম্যান আব্দুর রহিম বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। স্থানীয়রাও তাদের সহযোগিতা করছে।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্য রবিউল ইসলাম জাগো নিউজকে জানান, উদ্ধার অভিযান শুরু হয়েছে। তবে স্রোতের কারণে উ দ্ধার কাজ বিঘ্ন হচ্ছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজীওয়াহিদ মুর্শিদ জাগো নিউজকে জানান, দুপুর ২টা পর্যন্ত কেরামত আলীর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিকেলে আবার উদ্ধার অভিযান শুরু হবে।
আহসানুর রহমান রাজীব/এএইচ/জেআইএম