বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে বাড়ির পাশের পুকুরে ডুবে সামি মোল্লা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চর বালিয়া কান্দি গ্রামে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের শাহিন মোল্লার ছেলে। সামি মানসিক ভারসাম্যহীন ছিল বলে স্বজনরা জানান।
ওই শিশুর চাচা শিমুল মোল্লা জানান, সামির বাবা নারায়ণগঞ্জের একটি শিপিং ইয়ার্ডে কাজ করেন। তার এক মেয়ে ও এক ছেলের মধ্যে সামি বড়। ছেলেটি মানসিক ভারসাম্যহীন হওয়ায় সব সময় তাকে নজরে রাখা হত। দুপুরে শিশুটির মা তাকে বাড়িতে রেখে পাশের বাড়িতে যান। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। পরে বাড়ির পাশের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম