সিরাজগঞ্জে বেশি দামে ভোজ্যতেল বিক্রি, ৪ প্রতিষ্ঠানে জরিমানা
সিরাজগঞ্জে বেশি দামে ভোজ্যতেল ও নিম্নমানের চকলেট বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৩ জুলাই) দিনভর অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, ভোজ্যতেরের দাম হালনাগাদ না করায় তিন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নিম্নমানের চকলেট তৈরি করায় একটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।
মাহমুদ হাসান রনি বলেন, ঈদকে কেন্দ্র করে ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিত বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর ধারাবাহিকতায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
পারভেজ আলী/আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
- ২ চা বাগানের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু
- ৩ খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল
- ৪ দুই ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা ২০ ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী
- ৫ ধানি জমি ধ্বংস করে অবাধে পুকুর খনন, জলাবদ্ধতায় হাজারো কৃষক