ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিরাজগঞ্জে বেশি দামে ভোজ্যতেল বিক্রি, ৪ প্রতিষ্ঠানে জরিমানা

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ০৩ জুলাই ২০২২

সিরাজগঞ্জে বেশি দামে ভোজ্যতেল ও নিম্নমানের চকলেট বিক্রির দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৩ জুলাই) দিনভর অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি অভিযান পরিচালনা করেন।

jagonews24

তিনি বলেন, ভোজ্যতেরের দাম হালনাগাদ না করায় তিন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে নিম্নমানের চকলেট তৈরি করায় একটি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

মাহমুদ হাসান রনি বলেন, ঈদকে কেন্দ্র করে ভোক্তা অধিকার সংরক্ষণে নিয়মিত বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর ধারাবাহিকতায় চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

পারভেজ আলী/আরএইচ/জিকেএস