ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গরুভর্তি ট্রাকচাপায় শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৪ জুলাই ২০২২

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গরুভর্তি ট্রাকচাপায় জান্নাতুল ফেরদৌস (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ জুলাই) দুপুর ২ টার দিকে উপজেলার দেউলির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু জান্নাতুল মাওয়া দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামের মিঠু মিয়ার মেয়ে।

এ ঘটনায় ট্রাকচালক বেলাল হোসেনকে আটক করা হয়েছে। তার বাড়ি চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, দুপুরে কার্পাসডাঙ্গা থেকে দামুড়হুদার অভিমুখে আসছিল একটি গরুভর্তি ট্রাক। এ সময় নানির সঙ্গে রাস্তা পার হতে গেলে ট্রাকের নিচে চাপা পড়ে জান্নাতুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

সালাউদ্দীন কাজল/এসআর/এএসএম