ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৮:১৫ পিএম, ০৪ জুলাই ২০২২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে রুহুল আমিন ওরফে উজ্জ্বল (২১) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ জুলাই) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের ছোট দাউদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রুহুল আমিন দাউদপুর গ্রামের আব্দুল কাসেম আলীর ছেলে। তিনি সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উজ্জ্বল পাশের বাড়িতে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে যান। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআর/এমএস