মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের সময় আটক ২০
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ২০ নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।
মঙ্গলবার (৫ জুলাই) ভোরে মাটিলা বিওপির টহল দলের সদস্যরা সীমান্তের মেইন পিলার ৫২/১৬-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করেন।
আটকদের মধ্যে পাঁচ পুরুষ, সাত নারী ও আট শিশু রয়েছে। তাদের বাড়ি ফরিদপুর, বরিশাল, ঝিনাইদহ, খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে মামলা দিয়ে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এমআরআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ