২ মাস পর সোনামসজিদ দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দুই মাস পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম।
তিনি বলেন, বিভিন্ন জটিলতায় দুই মাস ধরে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। সর্বশেষ চলতি বছরের ৫ মে এ বন্দরে পেঁয়াজ আমদানি হয়েছিল। দীর্ঘ দুই মাস পর সোমবার (৪ জুলাই) ৪০টি ট্রাকে ৯৯০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
মাইনুল ইসলাম আরও বলেন, কোরবানির ঈদের আগ মুহূর্তে ভারত থেকে আসা এ পেঁয়াজ বাজারে ইতিবাচক সাড়া ফেলবে। এছাড়া মসলাও আমদানি হচ্ছে। ফলে বাজারে মসলার দামও কমবে।
সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জাগো নিউজকে বলেন, সোমবার থেকে পেঁয়াজ আসছে। ঈদুল আজহা উদযাপনে চারদিন সোনামসজিদ বন্ধ থাকবে। ১৩ জুলাই থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।
সোহান মাহমুদ/এসজে/এমএস