ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

চালের কুড়া দিয়ে মশলা তৈরি, কারখানাকে জরিমানা

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ১০:০৪ পিএম, ০৬ জুলাই ২০২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিষিদ্ধ রং ও চালের কুড়া মিশিয়ে মশলা তৈরির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের নরেন্দ্র বাজার এলাকার তরিকুল ইসলামের মশলার কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

jagonews24'

অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক ওসমান গণি জাগো নিউজকে বলেন, শিবগঞ্জ উপজেলার মনাকষা নরেন্দ্র বাজারে নিষিদ্ধ রং ও চালের কুড়া মিশিয়ে মশলা তৈরির অপরাধে কারখানা মালিক তরিকুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে ভেজাল মশলার গুঁড়া ধ্বংস করা হয়েছে।

অভিযানে জেলা ও শিবগঞ্জ থানা পুলিশের একটি টিম ও স্যানিটারি ইন্সপেক্টর কোব্বাত আলী সহযোগিতা করেন।

সোহান মাহমুদ/এমআরআর/জিকেএস