ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটিতে জমে উঠেছে কোরবানি পশুর হাট

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০৭ জুলাই ২০২২

রাঙ্গামাটিতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। পৌরসভা ট্রাক টার্মিনাল বসেছে এ হাট। বৃহস্পতিবার (৭ জুলাই) হাট ঘুরে দেখা যায়, পাহাড়ের বিভিন্ন জায়গা থেকে গরু আসছে এ হাটে। এ হাটের পাশাপাশি এসব পশু ট্রাকে করে চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

বিলাইছড়ি থেকে গরু নিয়ে হাটে আসা পলাশ চাকমা বলেন, দুটি গরু পালন করতাম। গরু দুটি এবার কোরবানি পশুর হাটে নিয়ে এসেছি। একটি ৭৫ হাজার টাকা বিক্রি করেছি অন্যটি ৮০ হাজার দাম চাচ্ছি। আশা করছি ভালো দাম পাবো।

jagonews24

জসিম উদ্দিন নামের আরেক বিক্রেতা বলেন, বিভিন্ন উপজেলা থেকে ১৩টি গরু এনেছি। যার মধ্যে রাঙ্গামাটি হাটে চারটি বিক্রি করেছি। পাঁচটি গরু চট্টগ্রামে নিয়ে যাবো। বাকিগুলো রাঙ্গামাটি হাটে বিক্রি করা যায় কিনা দেখি।

হাজী আবু তাহের মিয়া নামের এক ক্রেতা জানান, পছন্দ হয় কী না হাটে ঘুরে গরু দেখছি। বাজেটের মধ্যে হলে কিনে ফেলবো।

jagonews24

রাজ্জাক সওদাগর জানান, হাটে সকাল থেকে ঘুরছি। যে গরু পছন্দ হচ্ছে তার দাম আকাশ ছোঁয়া। তবুও দেখছি পছন্দ আর দামে মিলে গেলে নিয়ে নিবো।

কোরবানি পশুর হাটের ইজারাদার রুহুল আমিন জানান, হাটে পর্যাপ্ত পরিমাণ গরু-ছাগল রয়েছে। বিক্রিও হচ্ছে ভালো। পাহাড়ি গরু এ হাটের চাহিদা মিটিয়ে বাহিরেও নিয়ে যাওয়া হচ্ছে। হাটে সার্বিক নিরাপত্তাও রয়েছে। এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম জাগো নিউজকে জানান, পশুর হাটে তিন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরএইচ/জিকেএস