লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুরে পানিতে ডুবে তাহসিন নিহাদ নামের ১৯ মাসের শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া গ্রামের আরমান গাজি হাজি বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিহাদ মো. নুরনবীর ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে বাড়ির উঠানে খেলছিল সে। পরে তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল আলিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কাজল কায়েস/এএইচ/জিকেএস