ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ছাত্রলীগ নেতা হাসিবুলের মরদেহ নিয়ে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ১০:০২ পিএম, ০৭ জুলাই ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে দিনেদুপুরে ছাত্রলীগ নেতা মো. হাসিবুল বাশারকে (২৫) কুপিয়ে ও গলা কেটে হত্যার প্রতিবাদে মরদেহ নিয়ে বিক্ষোভ করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় চৌমুহনী চৌরাস্তা এলাকায় হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে হাজারেরও বেশি ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।

খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি একদল পুলিশ নিয়ে গিয়ে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান।

ওসি বলেন, ‘হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। আমরা সন্দেহভাজন একজনকে আটক করেছি। তদন্তের স্বার্থে তার নাম বলছি না। তবে দ্রুত সময়ের মধ্যে প্রকৃত দোষীদের আইনের আওতার আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম রাতুল, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী, চৌমুহনী পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন সাইফুল, চৌমুহনী সরকারি এস এ কলেজের ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন (হুমায়ুন হাজী), যুগ্ম-আহ্বায়ক গোবিন্দ নন্দীসহ নিহত ছাত্রলীগ নেতার স্বজনরা।

ছাত্রলীগ নেতা হাসিবুলের মরদেহ নিয়ে বিক্ষোভ

বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা হাসিবকে দিনেদুপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। প্রশাসন এখনো আসামিদের গ্রেফতার করতে পারেনি। ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ধরতে না পারলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

এরআগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর গোপালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের সুবহান মার্কেট এলাকায় হাসিবুল বাশারকে (২৫) কুপিয়ে ও গলা কেটে হত্যা করে যুবলীগ নামধারী দুর্বৃত্তরা।

নিহত হাসিব বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি কোটরা মহব্বতপুর গ্রামের মৃত আবুল বাশারের ছেলে।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম