ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোমরা বন্দর দিয়ে ৪ দিন আমদানি-রপ্তানি বন্ধ

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৫:০০ পিএম, ০৮ জুলাই ২০২২

ঈদে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চারদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। শুক্রবার (৮ জুলাই) ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৯-১২ জুলাই পর্যন্ত এ বন্দরে সব ধরনের আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ছুটির দিনেও পাসপোর্ট যাত্রীদের জন্য বন্দরের ইমিগ্রেশন চালু থাকবে।

মাকসুদ খান জানান, ১৩ জুলাই বুধবার সকাল থেকে ফের বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনার মাধ্যমে সরকারি ছুটির বাইরে অতিরিক্ত একদিন ছুটি ঘোষণা করা হয়।

ভোমরা বন্দরের রাজস্ব কার্যালয়ের সহকারী কমিশনার মনিরুল ইসলাম বলেন, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন চারদিন ছুটি ঘোষণা করলেও ঈদ উপলক্ষে সরকারি ছুটি তিনদিন। ব্যবসায়ীরা কার্যক্রম না করলেও আগামী সোমবার বন্দরের সব সরকারি কার্যালয় খোলা থাকবে।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাগো নিউজকে জানান, সরকারি ছুটির দিনেও শুধুমাত্র পাসপোর্ট যাত্রীদের জন্য ভোমরা বন্দরে ইমিগ্রেশন চালু থাকবে।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/এএসএম