বুকিং কম, হতাশায় রাঙ্গামাটির হোটেল-মোটেল ব্যবসায়ীরা
রাঙ্গামাটিতে ঈদের ছুটিতে পর্যটকের দেখা মিলছে না। ফলে আবাসিক হোটেলগুলোতে হয়েছে তুলনামূলক কম কক্ষ বুকিং। এ নিয়ে হতাশায় রয়েছেন হোটেল-মোটেল ব্যবসায়ীরা।
রাঙ্গামাটির নাদিশা ইন্টারন্যাশনাল হোটেলের ম্যানেজার শাহিন আহম্মেদ বলেন, গতবারের তুলনায় এ বছর বুকিং অনেক কম। ৬০ শতাংশ হোটেল-মোটেল বুকিং হয়েছে বলা যেতে পারে। ঈদের দিন বিকেল থেকে কিছু পর্যটকের দেখা মিলবে।

রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, পর্যটকদের তেমন একটা সাড়া এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। আশা করছি ঈদের পরে ভালো সাড়া মিলবে।
এদিকে ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার বলেন, ট্যুরিস্ট পুলিশ বিশেষ সতর্ক ব্যবস্থা নিয়ে রেখেছে। সাদা পোশাকের পাশাপাশি শহরের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ট্যুরিস্ট পুলিশের মোবাইল টিম থাকবে।
আরএইচ/এমএস