ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভোলায় অস্ত্র-গুলিসহ আট মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০৯ জুলাই ২০২২

ভোলায় একটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলিসহ মো. দেলোয়ার হোসেন নসু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চাঁদাবাজিসহ আট মামলার আসামি।

শনিবার (৯ জুলাই) সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর ভেদুরয়ার কোলচরা এলাকা থেকে নসুকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড গুলিসহ নসুকে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি চাঁদাবাজিসহ আটটি মামলা রয়েছে।

ওসি আরও বলেন, এ ঘটনায় গ্রেফতার নসুর বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলার প্রস্তুতি চলছে।

জুয়েল সাহা বিকাশ/এমআরআর/জেআইএম