ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গরু চুরির মামলা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০৯ জুলাই ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহেদুর রহমান দিপুসহ তার চার সহযোগীর বিরুদ্ধে গরু চুরির মামলা করা হয়েছে। মামলায় নাইম উদ্দিন রাসেল (৩৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ জুলাই) বিকেলে গ্রেফতার রাসেলকে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে শুক্রবার (৮ জুলাই) রাতে বেগমগঞ্জের একলাশপুর বাজারে এ ঘটনা ঘটে।

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গরু চুরির মামলা

গ্রেফতার নাইম উদ্দিন রাসেল একলাশপুর ইউনিয়নের কাতা ওয়ালাগো বাড়ির আবদুর রশিদের ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি মামলা ও গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বাদীর অভিযোগের সত্যতা পেয়ে মামলা রুজু করে শুক্রবার রাতেই প্রধান আসামি নাইম উদ্দিন রাসেলকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গরু চুরির মামলা

মামলার বাদী ইমাম হোসেন (৩২) জাগো নিউজকে বলেন, ‘আমি গ্লোব ফার্মাসিউটিক্যালসে চাকরি করি। শুক্রবার সন্ধ্যায় কোম্পানির নাওয়াফ এগ্রো ফার্মের ১১টি গরু নিয়ে হাটে যাচ্ছিলাম। সময় একলাশপুর বাজারে চেয়ারম্যান সাহেদুর রহমান দিপু ও তার লোকজন গাড়ি থামিয়ে চাঁদা দাবি করেন। না দেওয়ায় তারা হামলা চালিয়ে চালকসহ আমাদের মারধর করে পিকআপের গ্লাস ভাঙচুর এবং তিনটি ষাঁড় গরু (বাজারমূল্য সোয়া পাঁচ লাখ টাকা) ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যান।’

এ বিষয়ে জানতে একলাশপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেদুর রহমান দিপুকে ফোন দিলে সাংবাদিক পরিচয় শুনে তিনি রং নম্বর বলে কেটে দেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম