ছাত্রলীগ নেতা হাসিবুল হত্যার দায় স্বীকার দুই আসামির
অভিযুক্ত দুই আসামি হাসান ও জয়
নোয়াখালীর বেগমগঞ্জের ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন দুই আসামি। তারা হলেন হাসান (৩১) ও জয় (২১)।
সোমবার (১১ জুলাই) বিকেল ৪টায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নবনীতা গুহ ১৬৪ ধারায় আসামিদের ওই জবানবন্দি রেকর্ড করেন।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (১০ জুলাই) রাতে ফেনীর দাগনভূঞা উপজেলার বাড়াই গোবিন্দ এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের গ্রেফতার করা হয়। পরে তাদের তথ্যমতে ঘটনাস্থলের পাশে খাল থেকে দুটি ধারালো অস্ত্র ও একটি লোহার রড এবং প্রধান আসামি হাসানের প্রজেক্ট থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এসপি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাসিবুল বাশারকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চলছে অভিযান।
এর আগে ৭ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে কোটরা মহব্বতপুর গ্রামের সুবহান মার্কেট এলাকায় হাসিবুল বাশারকে (২৫) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ হাসানকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।
ইকবাল হোসেন মজনু/জেডএইচ