হাওরে বিকট শব্দে গান বাজিয়ে ঘোরাঘুরি, ১৭ নৌযানকে জরিমানা
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরসহ কয়েকটি স্থানে ঘুরতে এসে শব্দদূষণ করায় পর্যটকবাহী ১৭ নৌযানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির এই জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নৌযানে করে সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানের পর্যটকরা বিকট শব্দে সাউন্ডবক্সে গান বাজিয়ে টাঙ্গুয়ার হাওর, শহীদ সিরাজ লেক (নীলাদ্রি) ও টেকেরঘাটে ঘোরাঘুরি করছিলেন। এতে শব্দদূষণের মাধ্যমে স্থানীয়দের সমস্যায় ফেলায় পর্যটকবাহী ১৭ নৌযানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তাহিরপুরের ইউএনও মো. রায়হান কবির জাগো নিউজকে বলেন, বিকট শব্দে গান বাজানোর কারণে ১৭ নৌযানকে আমরা জরিমানা করেছি। সেইসঙ্গে পর্যটকদের আমরা বোঝাচ্ছি বন্যার পর টাঙ্গুয়ার হাওর এখনো খুলে দেওয়া হয়নি। খুলে দেওয়ার পর যেন তারা ঘুরতে আসেন।
লিপসন আহমেদ/এমআরআর/এএসএম