কুয়াকাটায় পর্যটকের উপচেপড়া ভিড়
সৈকতে আনন্দে মেতেছে পর্যটকরা
পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকের উপচেপড়া ভিড় দেখা গেছে। বুধবার (১৩ জুলাই) রেকর্ড সংখ্যক পর্যটকের দেখা মেলে এখানে। ঈদের প্রথম ও দ্বিতীয় দিন পর্যটনশূন্য থাকলেও তৃতীয় দিন থেকে ভিড় বাড়তে থাকে।
কুয়াকাটা হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি শাহ আলম হওলাদার জানান, ঈদের আগে ৮০ শতাংশ হোটেল-মোটেল বুকিং হয়ে গেলেও এখন পর্যটকরা আশপাশের বাড়িতে অবস্থান করছেন।
সৈকতে ঘুরতে আসা পারভেজ নামের এক যুবক জানান, ঢাকা থেকে ১৩ ঘণ্টার পথ ৬ ঘণ্টার কুয়াকাটায় আসতে পেরে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে কুয়াকাটায়ই এখন ভ্রমণের সবচেয়ে সুবিধার স্থান।

তিনি আরও জানান, পরিবার নিয়ে রাতে ঢাকা থেকে সকালে কুয়াকাটায় সারাদিন ঘুরেফিরে রাতে আবার গন্তব্য রওয়ানা দিবো। পদ্মা সেতু হওয়ায় আমরা এ সুবিধাটা পাচ্ছি তবে কুয়াকাটাতে পর্যাপ্ত হোটেল-মোটেল না থাকায় কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।
কুয়াকাটা বোট মালিক সমিতির সভাপতি জনি আলমগীর জাগো নিউজকে জানান, এখানে এত পর্যটক হওয়ার রেকর্ড শীত মৌসুমে বেশি হয়। এ সময়ে এত পর্যটক কখনো আসেনি। আশা করি এ ধারাবাহিকতা বজায় থাকবে তাই আমরা তাদের সেবায় সার্বিক চেষ্টা অব্যাহত রাখছি।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদ জাগো নিউজকে জানান, অতিরিক্ত পর্যটক হওয়ায় নিরাপত্তাও বাড়াতে হয়েছে আমাদের। প্রতিটি পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে, গাড়ি পার্কিং, গোসলে সতর্কতা, মাইকিং, হারিয়ে গেলে খুঁজে দেয়াসহ সার্বিক ব্যবস্থাপনায় আমরা তৎপর রয়েছি।
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জেআইএম