ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় বন্যায় ভেসে গেলো ২০০ কোটি টাকার সম্পদ

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৬ জুলাই ২০২২

বন্যায় নেত্রকোনায় ২০০ কোটি ২৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে এলজিইডির প্রায় ৯৩ কোটি টাকা, সড়ক বিভাগে প্রায় ৪৯ কোটি টাকা, কৃষি সম্প্রসারণে প্রায় ৩০ কোটি ৫৯ লাখ টাকা, প্রাণিসম্পদে প্রায় ১৬ কোটি ৭ লাখ টাকা ও মৎস্য খাতে ১১ কোটি ৫৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে।

জেলার সদর, দুর্গাপুর, কলমাকান্দা, খালিয়াজুরী, বারহাট্টা, মদন, মোহনগঞ্জ, কেন্দুয়া, আটপাড়া ও পুর্বধলা উপজেলার ৭৫ ইউনিয়নে এলজিইডির, সড়ক ও জনপথ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগে ওই ক্ষতি সাধিত হয়েছে। দুর্গাপুর, কলমাকান্দা ও খালিয়াজুরি উপজেলায় সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতি হয়েছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, এবার বন্যার পানিতে ডুবে ৬ জন মারা গেছেন। এরমধ্যে একজন শিশু, দুজন নারী ও তিনজন পুরুষ। কেন্দুয়া উপজেলায় তিনজন, দুর্গাপুরে দুজন ও মোহনগঞ্জে একজনের মৃত্যু হয়েছে।

নেত্রকোনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রহিম বলেন, চলমান বন্যায় জেলার ১০ উপজেলার ১২৫ কিলোমিটার রাস্তাসহ ব্রিজ, কালভার্ট ক্ষতি হয়েছে। এতে প্রায় ৯৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।

জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরিফ খান জানান, সম্প্রতি বন্যায় সড়ক বিভাগের প্রায় ৪৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহজান সিরাজ জানান, জেলায় ৪৮৬ হেক্টর জমির আউশ ধান, ৫৮৮ হেক্টর জমির সবজি ও ১৩৬ হেক্টর জমির পাটের ক্ষতি হয়েছে। এ সবের অর্থমূল্য প্রায় ৩০ কোটি ৫৯ লাখ টাকা প্রায়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শহিদুল্লাহ জানান, এ বিভাগে ক্ষতি হয়েছে ১৬ কোটি সাত লাখ টাকা। গবাদিপশু-হাঁস-মুরগি অল্প দামে বিক্রি করা, ঘাস, খড় ও গোয়ালঘর নষ্ট হয়ে গেছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর জানান, জেলায় বিভিন্ন পুকুর থেকে চাষের মাছ ভেসে গিয়ে ১১ কোটি ৫৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত চাষির সংখ্যা ১৫ হাজার ৮২৬ জন।

এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমীন জানান, ১৭ জুন ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনায় বন্যা দেখা দেয়। চলমান এ বন্যায় জেলার ১০ উপজেলার ৬১ ইউনিয়নে পানিবন্দি হয় ৩০ হাজার ৪০৫ পরিবার। এসব পরিবারের ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা হলো পাঁচ লাখ ৫৫ হাজার ৫৫০ জন।

নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, বন্যার্তদের জন্য ইতোমধ্যে ৭৯৮ টন চাল, নগদ এক কোটি তিন লাখ টাকা ও সাত হাজার ১৫০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

এইচ এম কামাল/আরএইচ/এমএস