ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অতিরিক্ত ভাড়া আদায়, ৪ বাস কাউন্টার ম্যানেজারকে জরিমানা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৭ জুলাই ২০২২

ঈদকে কেন্দ্র করে নোয়াখালীতে অতিরিক্ত বাস ভাড়া আদায় করায় চার বাস কাউন্টারের ম্যানেজারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৭ জুলাই) দুপুরে বেগমগঞ্জের চৌমুহনী পৌর বাস টার্মিনালের মিয়ামি, লাল সবুজ, সৌদিয়া ও ঢাকা এক্সপ্রেস কাউন্টার ম্যানেজারকে এ জরিমানা করা হয়।

এর মধ্যে মিয়ামি বাস কাউন্টারে ১০ হাজার টাকা, লাল সবুজ কাউন্টারে তিন হাজার টাকা, ঢাকা এক্সপ্রেস কাউন্টারে এক হাজার টাকা এবং সৌদিয়া বাস কাউন্টারে এক হাজার টাকা জরিমানা করেন। এসময় সৌদিয়া পরিবহনের ১০ যাত্রীকে ১৫০ টাকা করে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়।

jagonews24

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাওছার মিয়া বলেন, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়া যায়। এতে মিয়ামি, লাল সবুজ, সৌদিয়া ও ঢাকা এক্সপ্রেসকে জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের কর্মকর্তাসহ বেগমগঞ্জ মডেল থানার পুলিশ উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জিকেএস