ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুন্সিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ১৮ জুলাই ২০২২

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে উৎপল দাস নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক মাছ ব্যবসায়ীসহ দুজন।

সোমবার (১৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার নিমতলী সিংগারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকার যাত্রাবাড়ী থেকে মাছ নিয়ে সিরাজদিখানে আসছিল সিএনজিচালিত অটোরিকশা। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী দ্রুতগতির এসএস পরিবহন নামের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। ঘটনাস্থলেই মারা যান মাছ ব্যবসায়ী উৎপল দাস। আহত হন আরেক মাছ ব্যবসায়ী ও অটোরিকশাচালক। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এসজে/এএসএম