ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সরকারি চাল নিয়ে সাবেক-বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষ

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৯ জুলাই ২০২২

কিশোরগঞ্জের মিঠামইনে ভিজিএফের চাল নিয়ে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।

মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উপজেলার গোপদিঘী ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, ভিজিএফের ১২০ বস্তা চাল পাচারের সোমবার গভীর রাতে ইউনিয়ন পরিষদের সামনের একটি বাড়িতে রাখা হয়। খবর পেয়ে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূরুল হক বাচ্চুর সমর্থকরা বাড়িটি ঘিরে রেখে পুলিশে খবর দেন।

মঙ্গলবার সকালে পুলিশের উপস্থিতিতে বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন ও সাবেক চেয়ারম্যান বাচ্চুর সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ছয়জন আহত হন।

jagonews24

চেয়ারম্যানের সহযোগিতায় চালগুলো পাচার করা হচ্ছিল বলে অভিযোগ উঠলেও অস্বীকার করেছেন তিনি। অপরদিকে চালগুলো জব্দ না করেই ফিরে গেছে পুলিশ। পুলিশ বলছে, ভিজিএফের চালগুলো সুবিধাভোগীদের কাছ থেকে কিনে নিজের ঘরে রেখেছেন স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম।

গোপদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হক বাচ্চু অভিযোগ করে বলেন, ‘চেয়ারম্যান আনোয়ার হোসেন রাতের আঁধাঁরে গুদাম থেকে চাল পাচার করে ব্যবসায়ী গিয়াস উদ্দিনের বাড়িতে রাখেন। এলাকাবাসী খবর পেয়ে পুলিশ ও ইউএনওকে খবর দেয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে এলেও চাল জব্দ করেনি। উল্টো চেয়ারম্যানের লোকজন আমার লোকজনের ওপর হামলা করে।

jagonews24

অপর দিকে চেয়ারম্যান আনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে জাগো নিউজকে বলেন, ‘গিয়াস উদ্দিন গরীব মানুষের কাছ থেকে চাল কিনে মজুত করেন। এর সঙ্গে আমি বা আমার পরিষদের কেউ জড়িত না। সাবেক চেয়ারম্যান বাচ্চু তার লোকজন নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। এতে একজন গ্রামপুলিশসহ বেশ কয়েকজন আহত হয়।’

এ বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার জাগো নিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয়। তবে চালগুলো দরিদ্রদের কাছ থেকে খুচরা কেনা হয় বলে নিশ্চিত হয়েছি। তাই এগুলো জব্দ করার সুযোগ নেই।

নূর মোহাম্মদ/এসজে/এএসএম