মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার লাবনী আক্তার
মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রাম থেকে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার লাবনী আক্তারের (৪০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সকালে ওড়না পেঁচানো মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা। পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
খন্দকার লাবনী খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই গ্রামের খন্দকার শফিকুল আজমের মেয়ে। পারিবারিক অশান্তির কারণে ছুটিতে এসে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার স্বামী দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যানসারে ভুগছেন বলে জানা গেছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।
এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান