ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট

১৮ শিক্ষকের বিপরীতে কর্মরত দুজন, ব্যাহত পাঠদান

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১০:০১ পিএম, ২২ জুলাই ২০২২

আধুনিক সুযোগ-সুবিধা থাকার পরও শিক্ষক সঙ্কটে খুঁড়িয়ে চলছে রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। ১৮ জন শিক্ষকের বিপরীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও এক শিক্ষক দিয়ে চলছে প্রতিষ্ঠানটি। শিক্ষক সঙ্কটে পাঠদান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৬ সালে সদর উপজেলার সাপছড়িতে চালু হয় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। ১০ একর জায়গায় গড়ে ওঠা এ প্রতিষ্ঠানে ২৪৭ জন শিক্ষার্থী রয়েছে। পাহাড়ের বুকে গড়ে তোলা হয়েছে একাডেমি ভবন, ছাত্র-ছাত্রীনিবাস ও শিক্ষক-কর্মচারীদের বাসভবন। চার বছরের কৃষি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শিক্ষার্থীরা আসেন এখানে। পর্যাপ্ত শিক্ষক না থাকায় নিয়মিত হয় না শ্রেণি কার্যক্রম। শিক্ষক সংকট সমাধানে দীর্ঘদিন আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। সমস্যা সমাধান না হওয়ায় অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখার মত কর্মসূচি পালন করেও সুফল পায়নি তারা।

ইনস্টিটিউটের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী কণিকা চাকমা বলেন, সামনে আমাদের পরীক্ষা। কিন্তু এখনো কোনো ক্লাস হয়নি। এতে করে আমরা কোনো কিছুই ভালোভাবে বুঝতে পারছি না। নিয়মিত ক্লাস হোক এটাই আমাদের প্রত্যাশা।

সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী রিনা চাকমা বলেন, প্রথম সেমিস্টার থেকে নিয়মিত ক্লাস পাচ্ছি না। শিক্ষক না থাকায় আমাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে। এ বিষয়ে আমরা বহুবার আন্দোলন করেছি। কিন্তু কোনো সুফল পাইনি। আমাদের দাবি দ্রুত শিক্ষক সংকট দূর করে পাঠ কার্যক্রম নিয়মিত হোক।

রহিম উল্লাহ নামের আরেক শিক্ষার্থী জানান, চকরিয়া থেকে এখানে পড়ালেখার জন্য এসেছি। রাঙ্গামাটিতে বাসা ভাড়া নিয়ে থাকি আমরা কয়েকজন। দেশের অন্যান্য কৃষি ডিপ্লোমা ইনিস্টিটিউটগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে সে তুলনায় আমরা অনেক পিছিয়ে রয়েছি। কৃষিবিদ হতে এসে এখন আমরা অন্ধকারে ভবিষ্যৎ হাতড়িয়ে বেড়াচ্ছি।

রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আতিক উল্লাহ জানান, শ্রেণি কার্যক্রম গতিশীল করতে আমাদের শিক্ষকের প্রয়োজন। শিক্ষকের চাহিদা চেয়ে যোগাযোগ করা হচ্ছে। আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান হবে।

আরএইচ/জিকেএস