ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গ্রিন লাইনের ম্যানেজারকে মারধরের অভিযোগ প্যানেল মেয়রের বিরুদ্ধে

কলাপাড়া (পটুয়াখালী) | প্রকাশিত: ০১:০২ পিএম, ২৪ জুলাই ২০২২

পটুয়াখালীর কলাপাড়ায় গ্রিন লাইন পরিবহনের ম্যানেজারকে পেটানোর অভিযোগ উঠেছে কুয়াকাটা পৌরসভার প্যানেল মেয়র মনির শরীফের বিরুদ্ধে।

শনিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে কুয়াকাটা গেস্ট হাউজ সংলগ্ন গ্রিন লাইন পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মহিপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সঞ্চয় সরকার।

অভিযুক্ত মনির শরীফ কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ১ নম্বর প্যানেল মেয়রের দায়িত্ব পালন করছেন।

ভুক্তভোগী ম্যানেজার সঞ্চয় সরকারের অভিযোগ, ‘দুদিন আগে গ্রিন লাইন পরিবহনের কাউন্টারে এসে শনিবারের জন্য তিনটি টিকিট কেটে রাখতে বলেন প্যানেল মেয়র মনির শরীফ। এ সময় অনলাইনে টিকিট কাটার নিয়মের কথা জানালে তিনি না কেটেই চলে যান। এর আগেও বেশ কয়েকবার তিনি টিকিট রাখতে বলে পরে আর নেননি। শনিবার রাতে এসে ঢাকা যাওয়ার জন্য তিনটি টিকিট দাবি করেন আমার কাছে। তখন টিকিট দিতে না পারায় আমাকে চেয়ার দিয়ে এলোপাতাড়ি মারধর করেন।’

সঞ্চয় আরও বলেন, ‘তিনি আমাকে বেতের লাঠি দিয়েও পেটান। এলাকা ছেড়ে না গেলে মেরে ফেলার হুমকি দেন। উপস্থিত কয়েকজন সহযোগিতা না করলে আমাকে মেরেই ফেলতেন প্যানেল মেয়র।’

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে কুয়াকাটা পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মনির শরীফ জাগো নিউজকে বলেন, ‘তাকে আমি মারধর করি নাই। শুধুমাত্র জেদের কারণে তাকে একটু গালাগালি করেছি।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জাগো নিউজকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তদন্ত চলছে। তদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

আসাদুজ্জামান মিরাজ/এসজে/এএসএম