ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার

হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০২:৩৫ পিএম, ২৪ জুলাই ২০২২

দিনাজপুরের বিরামপুরে চলন্ত বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৪০) নামের গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

রোববার (২৪ জুলাই) সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ৫০ গজ উত্তরে এ দ‍ুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ফুলবাড়ি উপজেলার সুজাপুর এলাকার জাহের উদ্দিনের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংক দিওড় শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।

নিহতের ভাই নুর মোহাম্মদ বলেন, ‘রোববার সকালে নজরুল মোটরসাইকেল নিয়ে অফিসে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা আসাদ এন্টারপ্রাইজ নামের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মহন্ত জাগো নিউজকে বলেন, পরিবারে পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মো. মাহাবুর রহমান/এসজে/জেআইএম