মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো দুই আরোহীর
ফাইল ছবি
গাজীপুর মহানগরের কোনাবাড়ী কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (২৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হচ্ছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার সুমন আলীর ছেলে মাসুদ হোসেন (২০) ও একই এলাকার আ. সাত্তারের ছেলে রহুল হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জয়দেবপুর থেকে মোটরসাইকেলযোগে মাসুদ ও রুহুল কালিয়াকৈরে নিজ বাড়িতে ফিরছিলেন। বিকেল ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কড্ডা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের পাশ পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, চালক ও সহকারীরা পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আমিনুল ইসলাম/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ অদক্ষতার কারণে কম বেতনের চাকরিতেও বেশি খরচে বিদেশে যায় শ্রমিকরা
- ২ যৌথবাহিনীর অভিযানে আটকের পর বহিষ্কৃত যুবদল নেতার মৃত্যু
- ৩ কুড়িগ্রামে বাড়ছে শীতের দাপট, ১২ ডিগ্রিতে তাপমাত্রা
- ৪ বাজারের অনিশ্চয়তায় থমকে আছে চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি
- ৫ ফোন কিনতে বন্ধুদের নিয়ে বাড়িতে ডাকাতির নাটক, ৩ কিশোর গ্রেফতার