ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মায়ের সামনে গড়াই নদীতে ডুবে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৮:১৮ পিএম, ২৫ জুলাই ২০২২

ফরিদপুরের মধুখালীতে গড়াই নদীতে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তানিশা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার গড়াই নদীতে এ ঘটনা ঘটে।

শিশু তানিশা নিশ্চিন্তপুর গ্রামের পশ্চিমপাড়ার মো. সোহেল বিশ্বাসের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু তানিশা মায়ের সঙ্গে গড়াই নদীতে গোসল করতে যায়। নামার সময় হঠাৎ শিশুটি পা পিছলে নদীতে পড়ে স্রোতে নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তানিশার মরদেহ উদ্ধার করেন।

মধুখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবুল হাসেম জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করা হয়। নদীতে প্রচুর স্রোত থাকায় শিশুটি পানিতে ডুবে গিয়ে দূরে জালে বেঁধে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় বিকেলের দিকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

এন কে বি নয়ন/এসআর/এএসএম