এক্সপ্রেসওয়েতে বাস উল্টে ৫ যাত্রী আহত
ফাইল ছবি
মুন্সিগঞ্জে পদ্মা সেতু উত্তর থানা এলাকায় এক্সপ্রেসওয়েতে উল্টে গেছে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস। এতে বাসের পাঁচযাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটের দিকে পদ্মা সেতু উত্তর থানার তিনশ গজ অদূরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবজাল হোসেন জাগো নিউজকে জানান, দুপুরে দুর্ঘটনা কবলিত বাসটি ঢাকা অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে পদ্মা সেতু উত্তর থানার দুইশ-তিনশ গজ দূরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ৪-৫ যাত্রী সামান্য আহত হয়েছে। বাসটি নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টো চলছে। সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
আরাফাত রায়হান সাকিব/এএইচ/জিকেএস