ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রাকচাপায় পিষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৫:১০ পিএম, ২৬ জুলাই ২০২২

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকচাপায় মো. রাজু (৩২) নামের এক পাথর ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কের সর্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজুর বাড়ি দিনাজপুরে। তিনি তেঁতুলিয়ার সর্দারপাড়ায় শ্বশুর আবু তাহের মজনুর বাড়িতে থেকে পাথর ব্যবসা করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে রাজু তার শ্বশুর বাড়ি থেকে মোটরসাইকেলে করে তেঁতুলিয়া যাচ্ছিলেন। পঞ্চগড়-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে ওঠার সময় তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধাগামী একটি খালি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বিষয়টি নিশ্চিত করে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সফিকুল আলম/এসআর/এএসএম