শান্তিগঞ্জে নদীতে ভাসছিল শিশুর অর্ধগলিত মরদেহ
ফাইল ছবি
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে ভাসমান অবস্থায় এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির নাম পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার পশ্চিম পাগলার কাদিপুর গ্রামে মহাসিং নদীর তীর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কাদিপুর গ্রামের লোকজন মহাসিং নদীর তীরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ অর্ধগলিত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী জাগো নিউজকে বলেন, ৩-৪ দিন আগে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শরীরে পচন ধরায় তাকে চেনা যাচ্ছে না। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
লিপসন আহমেদ/এএইচ/জিকেএস