ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হিলিতে কমেছে কাঁচামরিচের দাম, বেড়েছে শুকনার

হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২৮ জুলাই ২০২২

দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমেছে। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকা কমেছে। একই সময়ে শুকনা মরিচের দাম বেড়েছে ৫০-৮০ টাকায়। কাঁচামরিচের দাম কমায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তিতে থাকলেও বিড়ম্বনায় রয়েছে শুকনা মরিচ নিয়ে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, সবজি বাজারের আড়তগুলোতে কাঁচামরিচের কেজি ১৩৮ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে ছিল ১৬০-১৬২ টাকা। আর দেশি শুকনা মরিচ ৩০০ ও ভারতীয় শুকনা মরিচ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে দেশি শুকনা মরিচ ২২০ টাকা ও ভারতীয় শুকনা মরিচ ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের সবজি বিক্রেতা শকিল হোসেন জাগো নিউজকে বলেন, কাঁচামরিচের দাম কেজিতে ২০ টাকা কমেছে। বেড়েছে শুকনা মরিচের দাম।

তুহিন নামের এক ব্যবসায়ী বলেন, বন্দর দিয়ে কাঁচা-শুকনা কোনো মরিচই আমদানি হয় না। যার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের এখানে এসব পণ্য সরবরাহ করায় দাম কখনো বাড়ে আবার কমে।

সেখানকার তোফাজ্জল হোসেন নামের ব্যবসায়ী বলেন, আমাদের এ এলাকায় মরিচের আবাদ খুবই কম। ফলে আমাদের হয় স্থলবন্দর নয়তো দেশের অন্যস্থান থেকে আমদানি করতে হয়। এখানে বেশির ভাগ মরিচ আসে পঞ্চগড় এলাকা থেকে। অতিবৃষ্টি আর অনাবৃষ্টির কারণে আমাদের এ অবস্থার সৃষ্টি হয়।

মো. মাহাবুর রহমান/আরএইচ/জিকেএস