ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খেলায় শিশুদের তর্ক, প্রতিপক্ষের দায়ের কোপে যুবকের হাত বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৯:১৫ এএম, ৩০ জুলাই ২০২২

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে আবু তাহের (২৮) নামের এক যুবকের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মিয়াজীপাড়া এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আহত আবু তাহের ওই আমির হামজার ছেলে।

আহতের ভাতিজা ফোরকান আহমেদ মুন্না জানান, বিকেলে স্থানীয় নুরুল আজিমের ছেলে মোরশেদ ও তুষারের সঙ্গে আবু তাহেরের ৪ বছর বয়সী ছেলে বাবুর খেলা নিয়ে তর্ক হয়। এক পর্যায়ে মোরশেদ বাবুকে মারধর করে। খবর পেয়ে তাহের প্রতিবাদ জানালে তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন মোরশেদ। এ সময় তার হাতের চারটি আঙুলসহ কব্জির একাংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

মুন্না আরও জানান, স্থানীয়রা তাহেরকে উদ্ধার করে প্রথমে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে নিয়ে গেলে অবস্থা শংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে তাহেরকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম জাগো নিউজকে বলেন, শিশুদের খেলা নিয়ে বড়দের বাকবিতণ্ডায় একজন আরেকজনকে কুপিয়ে জখম করার খবর পেয়েছি। কেউ অভিযোগ না দিলেও আহতের খোঁজ খবর নেওয়া হয়েছে। এজাহার পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এরপরও জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

সায়ীদ আলমগীর/এসজে/এএসএম