ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৩৭ হাজার বোতল মদ জব্দ: চেয়ারম্যান আজিজুলের বাড়িতে ভাঙচুর

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ১০:২২ এএম, ৩০ জুলাই ২০২২

র‌্যাবের হাতে জব্দ ৩৭ হাজার বোতল মদ চোরাচালানের হোতা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলামের বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে শ্রীনগর ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন আজিজুর ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম মাহি।

jagonews24

ঘটনার প্রত্যক্ষদর্শী ৫তলা বাড়ির কয়েকজন ভাড়াটিয়া জানান, দুপুরে ১০-১৫টি মোটরসাইকেলে কিছু লোকজন হকিস্টিক, লাঠি-সোটা, রামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্রে অতর্কিতে হামলা করে। এ সময় ভবনের নিচ তলায় আজিজুলের অফিস কক্ষের দরজা ও জানালার কাঁচ ভাঙচুর করে। পরে কক্ষে ঢুকে বিভিন্ন ছবিসহ টেবিল চেয়ার ও আসবাবপত্র ভাঙচুর করে। বাধা দিতে এগিয়ে গেলে এক নারীকে মারধর করা হয়। এসময় ভবনের অপর লোকজন ও এলাকার স্থানীয়রা চলে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

আজিজুর রহমানের ছোট ভাই নজরুল ইসলাম মাহি বলেন, ‘আমরা ঢাকা থেকে এসেছি একটা মিলাদে। হঠাৎ ১০-১২টি মোটরসাইকেলে লোকজন এসে বাড়িতে ভাংচুর চালায়। ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম উজ্জ্বল ও স্থানীয় সাইদুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালানো হয়।’

jagonews24

এ বিষয়ে শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, ষোলঘরে একটি বাড়িতে ভাঙচুরের কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।

আরাফাত রায়হান সাকিব/এসজে/এএসএম