৩৭ হাজার বোতল মদ জব্দ: চেয়ারম্যান আজিজের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
র্যাবের হাতে জব্দ ৩৭ হাজার বোতল মদ চোরাচালানের হোতা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলামকে গ্রেফতারের দাবিতে ঝাড়ু মিছিল হয়েছে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টাও।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ষোলঘর ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় নারী-পুরুষরা এই মিছিল বের করেন। এসময় চেয়ারম্যানের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
বিক্ষোভকারীরা জানান, আজিজুল ইসলাম গত ২৩ জুলাই মদের চালান ধরা পরার পরপরই তার বড় ছেলেসহ দুবাই পালিয়ে যান। ওই ঘটনায় আজিজুলের দুই কর্মচারী ও ছোট ছেলেকে আটক করে র্যাব। আজিজুল হঠাৎ করে এত সম্পদের মালিক হয়ে এলাকায় তার পেটুয়া বাহিনী দিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এই কারণে এতদিন ভয়ে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি কেউ। তিনি অবৈধভাবে এত টাকার মালিক হয়েছেন। সরকার তার সম্পদ বাজেয়াপ্ত করুক। মাদক চোরাচালানের হোতা আজিজুল যে অপরাধ করেছেন তার যেন দৃষ্টান্তমূলক বিচার হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক প্রবীণ নেতা বলেন, আওয়ামী লীগে যোগ দিয়ে সে দলকে ব্যবহার করে এই অবৈধ কর্মকাণ্ড করেছে। তাকে দল থেকে বহিষ্কার করা হোক।
শ্রীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ষোলঘর ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো ঝাড়ু মিছিল হয়েছে কি না তা বলতে পারছি না।
আরাফাত রায়হান সাকিব/এমআরআর/জেআইএম