ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে প্রতিপক্ষের ওপর হামলা ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৭:০৯ পিএম, ৩১ জুলাই ২০২২

টাঙ্গাইলের বাসাইল পৌর যুবলীগের সভাপতি রাফাত আলম শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩১ জুলাই) সকালে শহরের শহিদ ক্যাডেট স্কুলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাওন পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম ভেবলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২৫ জুলাই (সোমবার) উপজেলার ফুলকী ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন শেষে নথখোলা ব্রিজের ওপর গাছ ফেলে শাওন ও তার সহযোগীরা উপজেলা আওয়ামী লীগের সদস্য তোফায়েল হোসেন (বেনু), উপ-দপ্তর সম্পাদক ফরিদ মিয়া, উপজেলা যুবলীগের নেতা প্রিন্স মাহমুদের পথ আটকে দেয়। এ সময় দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে স্থান ত্যাগ করে। আহতদের ডাক-চিৎকারে স্থানীরা তাদের উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালে ভর্তি করেন।

বাসাইল উপজেলা যুবলীগের আহ্বায়ক মশিউর রহমান বিদ্যুৎ বলেন, বিষয়টি নিয়ে জেলা যুবলীগের সঙ্গে কথা বলেছি। শাওন সম্পর্কে পূর্বে কোনো অভিযোগ আসেনি। আমরা ঘটনা তদন্তের পর সত্যতা পেলে ব্যবস্থা নিবো।

এ বিষয়ে বাসাইল থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা আবু হানিফ সরকার জানান, মামলার প্রধান আসামি পৌর যুবলীগের সভাপতি রাফাত আলম শাওনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জিকেএস