ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লোকালয়ে উদ্ধার অজগর সুন্দরবনে অবমুক্ত

জেলা প্রতিনিধি | বাগেরহাট | প্রকাশিত: ০৮:৪১ পিএম, ৩১ জুলাই ২০২২

বাগেরহাটের শরণখোলায় লোকালয়ে উদ্ধার চার ফুট লম্বা একটি অজগর বনে অবমুক্ত করা হয়েছে। রোববার (৩১ জুলাই) সকালে উপজেলার সোনাতলা গ্রামের রফিকুল শেখের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়।

রফিকুল শেখ বলেন, সাপটি দেখে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পরে ওয়াইল্ড টিমের সদস্যদের খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করেন।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান জানান, উদ্ধার অজগরটি স্টেশন অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি অজগর লোকালয়ে চলে আসে।

আরএইচ/জিকেএস