মানবতাবিরোধী অপরাধ মামলার পলাতক আসামি গ্রেফতার
আব্দুল হামিদ খান
সাতক্ষীরার কালিগঞ্জে মানবতাবিরোধী অপরাধের ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল হামিদ খানকে (৭৯) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব নলতা এলাকার বাসিন্দা।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হালিমুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আব্দুল হামিদ খান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। রোববার (৩১ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামিকে সোমবার (১ আগস্ট) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আহসানুর রহমান রাজীব/এমআরআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান