ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চলন্ত বাসে ডাকাতি-ধর্ষণ

জবানবন্দি দিতে আদালতে ভুক্তভোগী নারী

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ০৪ আগস্ট ২০২২

টাঙ্গাইলের মধুপুরে বাস ডাকাতি ও ধর্ষণের শিকার নারীর জবানবন্দি গ্রহণের জন্য আদালতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রুমি খাতুনের আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হচ্ছে।

আদালত পুলিশের পরিদর্শক তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে গ্রেফতার বাস ডাকাতি ও ধর্ষণ মামলার মূলহোতা রাজা মিয়ার রিমান্ড আবেদনের জন্য আদালতে নেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার কুষ্টিয়ার বড়াইগ্রাম থেকে ঈগল পরিবহনের বাসটি ৩০-৩৫ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। রাত সাড়ে ৩টার দিকে যাত্রীবেশে কুষ্টিয়া থেকে ওই ডাকাত দল উঠে প্রথমে গাড়ির নিয়ন্ত্রণ নেন। পরে যাত্রীদের হাত-পা-চোখ বেঁধে মারধর করে সম্পদ লুট করে। পরে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করে পথ পরিবর্তন করে গাড়িটি টাঙ্গাইলের মধুপুরের রাস্তার পাশের বালির ডিবিতে উঠিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় বৃহস্পতিবার ভোরে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে মামলার মূলহোতা রাজা মিয়াকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম