ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিশুর পায়ের ওপর দিয়ে চলে গেলো ট্রেন

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৪ আগস্ট ২০২২

যশোরে ট্রেনে কাটা পড়ে রুবাইয়া হোসেন নামের ৭ বছর বয়সী এক শিশুর বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের খড়কী এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে পড়ে তার পা কাটা পড়ে।

আহত রুবাইয়া খড়কী গাজির বাজার এলাকার বিল্লাল বিশ্বাসের ছেলে।

সে রেলবস্তিতে বসবাস করে। তার বাবা পেশায় একজন দিনমজুর। মা গৃহকর্মী।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুটি যশোর-খুলনা রেললাইনের পাশে খেলা করছিল। ট্রেন আসতে দেখে শিশুটি দৌড়ে ট্রেনলাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনের নিচে সে পড়ে যায়। তার বাম পায়ের ওপর দিয়ে ট্রেনের চাকা চলে যায় ও শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।

মিলন রহমান/এসআর/জেআইএম