ঝিনাই নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঝিনাই নদীতে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম বর্ষা (২)। সে উপজেলার হরিপুর পশ্চিমপাড়া এলাকার ইজিবাইকচালক বিদ্যুতের মেয়ে।
অপর নিখোঁজের নাম মারিয়া (২)। সে ওই এলাকার ট্রাকচালক মিঞ্জুর মেয়ে। সম্পর্কে তারা চাচাতো বোন।
শুক্রবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কোনাবাড়ী এলাকার ঝিনাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে স্বজনরা তার মরদেহটি শনাক্ত করেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের ঝিনাই নদীতে বোতল নিয়ে খেলতে গিয়ে নিখোঁজ হয় দুই শিশু।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মহিদুর রহমান জানান, খোঁজাখুঁজি করে না পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে অভিযান সমাপ্ত করি। দুপরে এক জেলে শিশুটির মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন।
এ বিষয়ে কালিহাতী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান শেখ জানান, আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএইচ/এএসএম