ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাদরাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০৭ আগস্ট ২০২২

চাঁদপুরের কচুয়ায় মাদরাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রাসেল (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পলাতক রয়েছেন আরও দুজন।

রোববার (৭ আগস্ট) দুপুরে উপজেলার তেতৈয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাসেল ওই গ্রামের বাকি মিয়ার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভাগনিকে শুক্রবার দুপুরে খাবার দিয়ে সিএনজিচালিত অটোরিকশা করে বাড়ি ফিরছিল সপ্তম শ্রেণি পড়ুয়া ওই মাদরাসাছাত্রী। পথে তিন যুবক সিএনজিতে ওঠে ওই ছাত্রীকে খিড্ডা বাজারের পশ্চিম পাশের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে তারা পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ওই ছাত্রী বাড়ি এসে বিষয়টি স্বজনদের জানায়।

পরে ভুক্তভোগীর বাবা তেতৈয়া গ্রামের বাকি মিয়ার ছেলে রাসেল (৩০), নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩৫) ও আবু মিয়ার ছেলে মো. হাসানের (২৫) নামে অভিযোগ দেন। পরে রাসেলকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, ভুক্তভোগীর দেওয়া তথ্যানুসারে রাসেল নামের একজনকে গ্রেফতার করেছি। সোমবার ভুক্তভোগীর মেডিকেল চেকআপ ও তার জবানবন্দি রেকর্ড করা হবে।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/জিকেএস