ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

থানার অভ্যন্তরে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০২:২০ পিএম, ০৮ আগস্ট ২০২২

যশোরের বেনাপোল ও শার্শা থানার ভেতরে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন ধরনের কোটি টাকার যানবাহন অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে। খোলা আকাশের নিচে পড়ে থাকা যানবাহনের যন্ত্রাংশ মরিচা পড়ে বিকল হয়ে পড়ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন সময় সড়ক দুর্ঘটনা, চোরাই পণ্য ও মাদকদ্রব্য বহনসহ বিভিন্ন অভিযোগে পুলিশ, বিজিবি ও কাস্টমস বিভিন্ন যানবাহন জব্দ করে। জব্দ করার পর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব যানবাহন পুলিশ হেফাজতে পড়ে থাকে। দুই থানায় শতাধিক মোটরসাইকেল, বাস-ট্রাক, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস অসংখ্য যানবাহন থানা এলাকায় পড়ে থাকে। গাড়ি ছাড়িয়ে নিতে মালিক না আসা, আদালতের নির্দেশনা ছাড়া এসব যানবাহন নিলামে বিক্রি করতে না পারায় এসব গাড়ি নষ্ট হচ্ছে।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আজিম উদ্দিন গাজি বলেন, দুটি থানায় শতশত গাড়ি পড়ে রয়েছে। এসব গাড়ি বিক্রি করে দিলে থানার পরিবেশ রক্ষার পাশাপাশি সরকার কোটি টাকা রাজস্ব পাবে।

jagonews24

এ বিষয়ে অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, বিভিন্ন কারণে জব্দ করা যানবাহন সিজার লিস্টে অন্তর্ভুক্ত করা হয়। তখন এগুলো চলে যায় আদালতের জিম্মায়। মামলার আলামত হিসেবে এগুলো সরাতে পারে না পুলিশ।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গাড়িগুলো বিভিন্ন মামলার আলামত। আদালত নির্দেশনা না দিলে আমাদের কিছু করার নেই। কাগজপত্র না থাকলে কিংবা আদালতে মামলা থাকলে নিষ্পত্তির জটিলতায় বেশির ভাগ মালিক যোগাযোগ করেন না। ফলে আদালতের নির্দেশনা না আসায় মালিককে ফেরত দেওয়া যায় না।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. জুয়েল ইমরান বলেন, জব্দ যানবাহনগুলো থানায় দীর্ঘদিন পড়ে থাকায় আমাদের বেগ পেতে হয়। আদালত মামলাগুলো নিষ্পত্তি করলে আমরা এসব আলামত দ্রুত নিষ্পত্তি করতে পারবো।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস