ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পঞ্চগড়ে তেল কম দেওয়ায় পাম্প মালিকের জরিমানা

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১১ আগস্ট ২০২২

পঞ্চগড়ের বোদায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় সমবায় ফিলিং স্টেশনের মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ এ আদেশ দেন।

তিনি জানান, দুপুরে উপজেলার এলিট পাম্প, সমবায় ফিলিং স্টেশন, সোনার বাংলা ও শাবাব ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। এসময় গ্রাহকদের জ্বালানি তেল কম দেওয়ায় সমবায় ফিলিং স্টেশনের মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরেশ চন্দ্র বর্মণ আরও জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।

সফিকুল আলম/আরএইচ/এএসএম