ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লিটারে ৪৬ মিলি তেল কম দেওয়া ২ পাম্পকে লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ১০:৩২ এএম, ১২ আগস্ট ২০২২

ঝিনাইদহে জ্বালানি তেল বিক্রিতে পরিমাণে কম দেওয়ার অভিযোগে দুই ফিলিং স্টেশনকে (পাম্প) এক লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জেলা সদর ও কালীগঞ্জ উপজেলার বিভিন্ন জ্বালানি তেলের পাম্পে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হক ও র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর শরীফুল আহসান জানান, তেলের দাম বাড়ার পর থেকেই বিভিন্ন ফিলিং স্টেশনে ভোক্তার কাছে কারচুপি করে পরিমাণে কম তেল বিক্রি করছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিকেল থেকে অভিযান শুরু হয়।

তারা আরও জানান, অভিযানকালে জেলা সদরের বিষয়খালী বাজার এলাকার ইউসুফ ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল ও অকটেনে প্রতি লিটারে ৪৬ মিলিলিটার করে কম দিচ্ছিল। কালীগঞ্জ উপজেলার মোচিক সমবায় ফিলিং স্টেশনে তেল বিক্রিতেও একই পরিমাণে তেল কম দেওয়ার সত্যতা মেলে।

এ সময় দুটি ফিলিং স্টেশনকে পৃথকভাবে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/এমএস